ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখতে চান?
প্রকাশ:
৩০ জুলাই, ২০২৫, ০৯:৫৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান বর্তমানে অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকে আপনি কার সাথে বন্ধুত্ব করেছেন, সেটি সবাই দেখতে পারে—তবে চাইলে আপনি সহজেই সেটি লুকিয়ে রাখতে পারেন। নিচে ধাপে ধাপে বলা হলো কীভাবে তা করবেন: মোবাইল থেকে (ফেসবুক অ্যাপে): ডেস্কটপ/কম্পিউটার থেকে: এই সেটিংস করলে অন্য কেউ আর আপনার বন্ধুতালিকা দেখতে পারবে না। তবে, যেসব বন্ধু আপনাদের উভয়ের সঙ্গে বন্ধুত্বে রয়েছে, তারা সেটা দেখতে পাবে। ফেসবুকে গোপনীয়তা বজায় রাখতে এ ধরনের ফিচার ব্যবহার অত্যন্ত জরুরি। সঠিকভাবে সেটিংস পরিবর্তন করে আপনি অনাকাঙ্ক্ষিত দৃষ্টির বাইরে রাখতে পারেন আপনার সোশ্যাল কানেকশন। এমএইচ/ |