উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ কেন হয়?
প্রকাশ:
৩০ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান রক্তচাপ (Blood Pressure) হলো হৃদপিন্ডের ধাক্কায় রক্ত যখন ধমনীর মধ্য দিয়ে চলে, তখন রক্ত ও ধমনী দেওয়ালের মধ্যকার চাপ। স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ mmHg। এই মাত্রা যদি এর চেয়ে বেশি বা কম হয়, তখন বলা হয় হাই প্রেশার বা লো প্রেশার। উচ্চ রক্তচাপ (High Blood Pressure / Hypertension) কেন হয়? ১. মানসিক চাপ ও উদ্বেগ: দীর্ঘমেয়াদে টেনশন বা স্ট্রেস থাকলে রক্তচাপ বেড়ে যায়। নিম্ন রক্তচাপ (Low Blood Pressure / Hypotension) কেন হয়? ১. অপর্যাপ্ত পানি পান: ডিহাইড্রেশনে রক্তচাপ কমে যেতে পারে। উচ্চ ও নিম্ন রক্তচাপ দুইটাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়মিত রক্তচাপ মাপা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সমস্যার লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এমএইচ/ |