অবশেষে হাইকোর্টে জামিন পেলেন ফারাবী
প্রকাশ:
৩০ জুলাই, ২০২৫, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ফারাবীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। শুনানিতে ফারাবীর আইনজীবীরা আদালতকে জানান, তাকে কেবল ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউ তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম উঠে আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ফারাবী ২০১৫ সালের ৩ মার্চ থেকে এ মামলায় কারাবন্দি। দীর্ঘ সময় ধরে কারাভোগ, মামলার সাক্ষ্য-প্রমাণের অবস্থান ও আইনি যুক্তির ভিত্তিতে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ওই মামলায় ফারাবীসহ কয়েকজনকে দণ্ডিত করা হয়। আইএইচ/ |