বৃষ্টি দেখলে কেন এত শান্তি লাগে?
প্রকাশ:
২৯ জুলাই, ২০২৫, ০৮:৫৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান বৃষ্টি প্রকৃতির এক অপার সৌন্দর্য ও রহস্যময় উপহার। গ্রীষ্মের দাবদাহের পরে হঠাৎ এক ফোঁটা বৃষ্টি যেন প্রকৃতিকে এনে দেয় প্রশান্তির পরশ। মাটির গন্ধ, পাতার নাচ, ছাতা হাতে দৌড়ানো শিশুদের উচ্ছ্বাস—সব মিলিয়ে বৃষ্টি এক অনুভূতির নাম। শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনেও বৃষ্টি আনে নরম আবেগ, স্মৃতির জোয়ার। কখনও তা প্রেমের, কখনও একাকিত্বের, আবার কখনও নতুন শুরুর প্রতীক। বাংলার ঋতুচক্রে বর্ষাকাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেই বর্ষার প্রাণই হলো বৃষ্টি। বৃষ্টি দেখলে অনেকেরেই ভালো লাগে, শান্তির লাগে। বৃষ্টি দেখলে কেন এত শান্তি লাগে?” — এই অনুভূতির পেছনে রয়েছে মনোবিজ্ঞান, স্মৃতি ও প্রকৃতির নিঃশব্দ স্পর্শ। ১. শব্দের স্নিগ্ধতা : ২. মস্তিষ্কের সাড়া: ৩. স্মৃতি ও নস্টালজিয়া: ৪. প্রকৃতির সান্নিধ্য: ৫. ধীর গতি ও মননচর্চা: বৃষ্টি শুধু পানি নয়, এটি মন, স্মৃতি ও প্রকৃতির এক মিশ্র অনুভব। তাইতো অনেকে বলে, “বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মনটা চায় থমকে যাক এই মুহূর্তে।” এমএইচ/ |