জাতীয় শিক্ষাক্রম নিয়ে বিশিষ্ট আলেমদের বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৫, ১০:০১ রাত
নিউজ ডেস্ক |
![]()
'জাতীয় শিক্ষাক্রমে ইসলামি শিক্ষা বাস্তবায়নে করণীয়’ বিষয়ে সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মাদপুরে একটি মিলনায়তনে বিশিষ্ট আলেমদের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নির্ধারিত বিষয়ের ওপরে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নিম্নল্লিখিত বিষয়গুলোর ওপর কর্মপন্থা নির্ধারণের সিদ্ধান্ত হয়। এই দাবিগুলো পূরণে কর্মকৌশল ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় উলামায়ে কেরাম একমত হন। প্রাথমিকভাবে সেমিনারের মাধ্যমে দাবিগুলো উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভায় সেমিনার বাস্তবায়নে কমিটি করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদ উল্লাহ, মুফতী কাজী ইব্রাহীম, মাওলানা হারুন আজীজ নদভী, মুফতী জসীম উদ্দিন রাহমানী, মুফতী মুনির কাসেমী, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতী হারুন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আহমদ রফিক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,মুফতী রেজাউল করিম আবরার, মুফতী আমির হামজা, ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম,মাওলানা আবুল হাসানাত জালালাবাদীসহ নেতৃস্থানীয় অনেক উলামায়ে কেরাম। এমএইচ/ |