মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:৪২ দুপুর
নিউজ ডেস্ক

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন এক কেনীয় ব্যক্তি।

কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেফেন আব্দুলকারিম মুনাইখো নামে এ ব্যক্তি সৌদিতে কাজ করতেন। ২০১১ সালে তিনি তার এক ইয়েমনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন। প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সৌদির সর্বোচ্চ আদালত তাকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তিনি দণ্ড কার্যকরের প্রহর গুণছিলেন। তবে কেনিয়ার সরকারের হস্তক্ষেপে এটি কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনি ওই ব্যক্তির পরিবারকে ১০ লাখ ডলার জরিমানা দিয়ে এই ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন। মুক্তি পাওযার পর তিনি ওমরাহ পালন করেছেন। তিনি কবে কেনিয়ায় ফিরে যাবেন সেটি নিশ্চিত নয়। 

সূত্র: বিবিসি

আইএইচ/