পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু ২০০ ছাড়িয়েছে
প্রকাশ:
২১ জুলাই, ২০২৫, ১২:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০২ জন। চলতি বছরের জুনের শেষ দিক থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমের এ দুর্যোগে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯৬ জনই শিশু। শনিবার (২০ জুলাই) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি—১২৩ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে। প্রাণহানির প্রধান কারণ হিসেবে বাড়িঘর ধস, ভূমিধস ও আকস্মিক বন্যাকে দায়ী করা হয়েছে। এ বন্যায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৫৬০ জন, যাদের মধ্যে ১৮২ জন শিশু। ফয়সালাবাদে শুধু গত দুদিনে ১১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। দুর্বল অবকাঠামো ও বাসগৃহ ধসে এই প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ ও মেরামতের কাজ অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার জানিয়েছে, তারা নিজেরাই ঘর মেরামতের মতো আর্থিক সামর্থ্য রাখে না। তাই সরকারের কাছে তারা জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। এনএইচ/ |