জামায়াতকে ফাঁসি বা জেল দিয়ে দমন করা যাবে না: এটিএম আজহার
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৫, ০৫:৫৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলনকে হত্যার হুমকি, ফাঁসি কিংবা জেল-জুলুম দিয়ে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহার। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এটিএম আজহার বলেন, “যারা এক সময় বলেছিলেন—‘শেখের বেটি পালায় না’, আজ তারা কোথায়? আজ সেই শেখের বেটিকেই দেশ থেকে পলায়ন করতে হয়েছে। অথচ জামায়াতের কেউ পালায় নাই। জামায়াতের নেতাকর্মীরা দেশের মাটিতেই শাহাদাত বরণ করেছে, জেল-জুলুম সহ্য করেছে, কিন্তু পলায়ন করেনি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একমাত্র কুরআনের মাধ্যমেই সম্ভব। যারা এদেশে কুরআনের শাসন কায়েমের জন্য জীবন উৎসর্গ করছেন, ইতিহাস তাদের ভুলে যাবে না।” এমএইচ/ |