বিএনপি ইসলামিক মূল্যবোধ ধারণকারী রাজনৈতিক দল: আলতাফ হোসেন
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৫, ০৪:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বিএনপি নিজেকে ইসলামিক দল বলে দাবি করে না, কিন্তু বাস্তবে বিএনপি-ই সর্বাধিক ইসলামিক মূল্যবোধ ধারণকারী রাজনৈতিক দল। ইসলামি মূল্যবোধ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দলটি।” শনিবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে আয়োজিত এক কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “উন্নয়ন ও ধর্মীয় আদর্শ একসঙ্গে ধারণ করেই বিএনপি রাজনীতি করে। ভবিষ্যতেও এ নীতি অনুসরণ করে যাবে দলটি।” বিএনপি আবার ক্ষমতায় গেলে পটুয়াখালীতে একটি ছেলেদের এবং একটি মেয়েদের পৃথক ক্যাডেট কলেজ স্থাপনের ঘোষণা দেন তিনি। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও দলীয় নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। অনুষ্ঠানটি আয়োজন করে একটি বেসরকারি এনজিও ‘সিআরবি’। তাদের উদ্যোগে পবিত্র কোরআন শরিফ বিতরণের অংশ হিসেবে প্রথম দিনে জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ৫ হাজার ৩০০ কোরআন শরিফ তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বিতরণ কার্যক্রম চলবে। এমএইচ/ |