ইসলামী ছাত্র মজলিস ঢাবি শাখার মতবিনিময় সভা 
প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী ছাত্র মসলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মতবিনিময় সভা বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ডাকসু নির্বাচনসহ কর্মতৎপরতার সার্বিক অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলদের সঙ্গে প্রাক্তন নেতাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি নূরে আলম নাহিদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আবদুল জলিল। উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মাওলানা শাব্বির আহমদ, সাবেক কেন্দ্রীয় জোনের সদস্য ও অংকু্রের পরিচালক ইঞ্জিনিয়ার শাহ শিহাব উদ্দিন, খুলনা মহানগরী শাখা সাবেক সভাপতি ও শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

এমএম/