পটুয়াখালী-৩ আসনে হাতপাখার প্রার্থী যুবনেতা মুফতী আবু বকর সিদ্দীক
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৫:২২ বিকাল
নিউজ ডেস্ক

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় যুবনেতা মুফতী আবু বকর সিদ্দীক।

বুধবার (৯ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাস্টার আবদুল হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন বলেন, “গলাচিপা-দশমিনা এলাকায় হাতপাখার সাংগঠনিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। এই অঞ্চলে পীর সাহেব চরমোনাইয়ের অসংখ্য মুরিদ ও সমর্থক রয়েছেন। আদর্শের রাজনীতির মাধ্যমে আমরা মানুষের আস্থা অর্জন করেছি, তাই এবারের নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ফেভারিট হিসেবেই বিবেচিত হবেন।”

দশমিনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ ইবরাহীম বলেন, “মুফতী আবু বকর সিদ্দীক একজন তরুণ, নির্ভরযোগ্য ও আদর্শবান রাজনীতিবিদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি একজন মুহাদ্দিস, ইসলামি চিন্তাবিদ এবং কলাম লেখক। তার মতো প্রার্থীর মাধ্যমে আমরা জয় নিয়ে আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মুফতী আবু বকর সিদ্দীক বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন এবং তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন। তিনি তারুণ্যনির্ভর রাজনীতির পক্ষে বলিষ্ঠ কণ্ঠ এবং এলাকায় দিনদিন জনপ্রিয়তা অর্জন করছেন।

এমএইচ/