নেতাকর্মীদের বক্তব্য ও লিখনি নিয়ন্ত্রণে রাখতে বললেন ইসলামী আন্দোলনের মহাসচিব
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৫, ০৫:০৫ বিকাল
নিউজ ডেস্ক

তৃণমূল নেতাকর্মীদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আহ্বান জানিয়েছেন। 

বুধবার (৯ জুলাই) নেতাকর্মীদের উদ্দেশে জানানো আহ্বানের শুরুতেই তিনি ‍কুরআনের আয়াত- ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’ উল্লেখ করেন। 

পরে তিনি বলেন- বক্তব্য আর লিখনি নিয়ন্ত্রণে রাখি। নিরাশ না হয়ে দোয়া করতে থাকি। স্রোতের গতি পরিবর্তন হয়, ভাটার পর জোয়ারও আসে। চলে গেলে ফিরেও আসে। 

বক্তব্য ও লিখনি নিয়ন্ত্রণে রাখার উপকারিতা উল্লেখ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন-

১. গিবতের গোনাহ থেকে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে 
২. বড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পাবে 
৩. কোটি কোটি মানুষের হতাশা দূর হবে 
৪. আল্লাহ তায়ালার রহমত প্রাপ্তির কারণ হবে 
৫. ইসলামের দিকে গণজোয়ার সৃষ্টি হবে
৬. ইসলামি শক্তির উত্থানের পথ সুগম হবে 
৭. সবার মধ্যে পারস্পরিক মহব্বত ও সৌহার্দ্যতা তৈরি হবে 
৮. ইসলামের সৌন্দর্য প্রত্যক্ষভাবে দৃশ্যমান হবে 
৯. বাতিলের অহমিকা দূর হবে

এমএইচ/