পিরোজপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠিত
প্রকাশ: ০৭ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ জুলাই) জেলা সদরে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ওযায়ের আমীন। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে ওলামায়ে কেরাম, পেশাজীবী ও নবীন-প্রবীণ নেতৃবৃন্দ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন এবং অনেকেই বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সবার সম্মতিক্রমে বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

আহ্বায়ক: খ. ম. নাসির উদ্দীন ওসমানি
যুগ্ম আহ্বায়ক: মাওলানা আবদুল জলিল, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ছাদিকুল ইসলাম আবদুল্লাহ
সদস্য সচিব: মাওলানা মাসুম বিল্লাহ
যুগ্ম সদস্য সচিব: মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবুল হাসান, হাফেজ আবদুর রহমান
সদস্য: মাওলানা সুহেল হুসাইন, মাওলানা মাহমুদুল হাসান শাওন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসাইন, মো. মাছুম বিল্লাহ, হাফেজ আল-আমিন, মাওলানা নেয়ামতুল্লাহ, নূরুল ইসলাম প্রমুখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পিরোজপুর জেলায় খেলাফত মজলিসের দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএইচ/