যোগ্য নেতৃত্ব গঠন করাই জামিয়াতুত তারবিয়ার মূল লক্ষ্য: ইবনে শায়খুল হাদিস
প্রকাশ: ০৪ জুলাই, ২০২৫, ০৭:৫৯ সকাল
নিউজ ডেস্ক

জামিয়াতুত তারবিয়াহ আল-ইসলামিয়া আয়োজিত মাসিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “দেশ ও জাতির চাহিদা অনুযায়ী যোগ্য ও গুণাবলীসম্পন্ন নেতৃত্ব গঠন করাই আমাদের জামিয়ার প্রধানতম লক্ষ্য।”

বৃহস্পতিবার (৩ জুলাই) জামিয়ার ছাত্র মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিশেষ নসিহতে তিনি ছাত্রদের বলেন, “এই লক্ষ্য অর্জনে তোমাদের ইলম, আমল, তাহযীব এবং চিন্তাশীলতা অর্জনে মনোযোগী হতে হবে।” তিনি আরও তাগিদ দেন— ছাত্রদের যেন নিয়মিত দরসে অংশগ্রহণ, ইশরাক, আওয়াবীন ও কিয়ামুল লাইলসহ নফল ইবাদতে যত্নবান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুদীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। 

জামিয়ার নাজেমে দারুল ইকামা মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুদির মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, নাজেমে তালিমাত মাওলানা জাবেদ সফিউল্লাহ, মাওলানা মাহবুবে এলাহি, মাওলানা মুজতাহিদুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা যিমামুল হক, মাওলানা হাসান মাহদী, হাফেজ উজায়ের, কারি আব্দুল কাইয়ুম, হাফেজ আবীদ হাসান, হাফেজ মাহদী প্রমুখ।

এমএম/