ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি
প্রকাশ: ০৩ জুলাই, ২০২৫, ১১:৫৯ রাত
নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর বিএনপির সন্মেলন প্রস্ততি কমিটি বাতিলের দাবিতে সংবাদ সন্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির একাংশের ত্যাগী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ভাঙ্গা বাজার সুপার মার্কেটের দোতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সিকদার ফারুকুজ্জামান ছোট্ট এক লিখিত বক্তব্যে বলেন গত ২ জুলাই  বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহবায়ক এ্যাডঃ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা উপজেলার পৌর বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির ১৫ সদস্যর একটি কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে বিএনপির ত্যাগী কর্মীদের বাদ দিয়ে আওয়ামী পন্থী অনেকের নাম কমিটিতে অন্তর্ভুক্তি করা হয়।

যেহেতু দেশনায়ক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের লিখিত ও মৌখিক নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাকর্মীদের মূল্যায়ন না করে রহস্যজনক কারণে কমিটি প্রকাশ করেন জেলা বিএনপি। এমনকি ভাঙ্গায় কমিটি করার দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সাথেও কোন পরামর্শ না করে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।

উক্ত কমিটি প্রকাশ হওয়ার পরপরই বুধবার রাতে তাৎক্ষণিক ভাঙ্গা উপজেলা এবং পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করেন এবং মশাল মিছিলসহ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো জানান, কমিটিতে অযোগ্য ও আওয়ামী লীগের চিহ্নিত লোকদের পূনর্বাসন করার চক্রান্ত চলছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সাথে যারা মিলেমিশে কাজ করেছেন তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লার লোকদেরকে অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন নেতাকর্মীরা। নেতাকর্মীদে দাবি অনতিবিলম্বে এই কমিটি বাদ দিয়ে ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতাদের নিয়ে কমিটি গঠন করা না হলে আন্দোলন করতে বাধ্য হবেন। 

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুন্সী মনিরুজ্জামান, আলী উজজ্জামান লাবলু, দেলোয়ার হোসেন সেন্টু, সিকদার ফারুকুজ্জামান ছোট্ট, মো. মিজানুর মুন্সী, আলম মুন্সী, মো. আবুল কাশেম, নুরুজ্জামান বিল্লাল, আব্দুল কুদ্দুস সহ ছাত্রদল যুবদল কৃষক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

এমএম/