ইসরায়েলের গণহত্যায় সহযোগী ৪৮ কোম্পানির নাম প্রকাশ
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৫, ০১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যায় সহযোগী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের ৪৮টি কোম্পানির নাম প্রকাশ করেছে জাতিসংঘ। এ তালিকায় রয়েছে সামরিক, প্রযুক্তি, নির্মাণ, পর্যটন, জ্বালানি ও বিনিয়োগ খাতের বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান। এসব কোম্পানির সরাসরি সহায়তায় ইসরায়েল গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ জাতিসংঘের। জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এক প্রতিবেদনে বলেন, ‘এসব কোম্পানির সহায়তা না পেলে ইসরায়েল এত সহজে গণহত্যা চালাতে পারত না।’ বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হবে। সামরিক খাতের সহযোগীরা প্রযুক্তি খাত নির্মাণ ও যন্ত্রপাতি পর্যটন ও আবাসন খাত জ্বালানি সরবরাহকারী বিনিয়োগ খাতের বড় নাম আন্তর্জাতিক আইনের আওতায় বিচার দাবি উল্লেখ্য, ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। সরকারি হিসেবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে, বাস্তব সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এসএকে/ |