যুব জমিয়তের সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৫, ০৮:১০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
যুব জমিয়ত বাংলাদেশ ঘোষিত বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের দায়িত্বশীলরা। এই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) বাদ আসর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা। সভা শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কৌশলগত মতবিনিময় হয় এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের পোস্টার উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম এবং যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা কালীম মাহফুজ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আকরাম শেখ। এছাড়াও বাস্তবায়ন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা সভায় উপস্থিত থেকে নিজ নিজ অগ্রগতি তুলে ধরেন এবং সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন করণীয় নির্ধারণ করেন। এনএইচ/ |