দেশের স্বার্থে বিএনপি ছাড় দিতে প্রস্তুত : তারেক রহমান
প্রকাশ:
০২ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি বলেন, "গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত, তবে দলের মর্যাদা ও সুনাম নষ্টের ক্ষেত্রে কোনো ছাড় বা আপস নয়।" বুধবার (২ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, "আমরা চাই, দেশের ১২ কোটি ৫০ লাখ ভোটার যেন নির্বিঘ্নে ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। কেউ যেন ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিএনপির বহু নেতাকর্মী এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন।" তিনি আরও বলেন, "বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই সব ক্ষমতার উৎস। তাই জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। দলের নেতাকর্মীদের বলবো, জনগণের আশা-ভরসার প্রতীক হয়ে দায়িত্ব পালন করুন। জনগণের পাশে থাকুন, তাদের সঙ্গে থাকুন এবং তাদের সমর্থন ধরে রাখুন।" তারেক রহমান দাবি করেন, দেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রথম উদ্যোগ বিএনপিই নিয়েছে। তিনি বলেন, "বিএনপি বড় দল, তাই দায়িত্বও বড়। গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি প্রয়োজনীয় ছাড় দিয়ে আসছে, যাতে কেউ দুর্বলতার সুযোগ না নেয়। তবে দলের ঐক্য ও আদর্শের জায়গায় কোনো ছাড় নেই।" আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, সংকটের সময়ে বিএনপিই দেশের স্থিতিশীলতা রক্ষা করেছে। একই সঙ্গে দলীয় ভেতরেও গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে বিএনপি সচেষ্ট বলেও জানান তিনি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এসএকে/ |