তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ
প্রকাশ:
০২ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শ্রমবাজারের ঘাটতি পূরণে আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত পাঁচ লাখ নতুন কর্মী নেবে ইতালি। সোমবার (১ জুলাই) দেশটির মন্ত্রিসভার এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট চার লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি। এর মধ্যে ২০২৫ সালেই দেশটিতে এক লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের লক্ষ্য রয়েছে। জনসংখ্যা সংকট, জন্মহার কমে যাওয়া এবং শ্রমিক সংকট মোকাবিলায় ইতালি এমন সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জনসংখ্যা বর্তমানে ৫ কোটি ৮০ লাখে নেমে এসেছে, যা এক দশক ধরে কমতির দিকে। শুধু ২০২৪ সালেই ইতালিতে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় প্রায় ২ লাখ ৮১ হাজার বেশি। ইতোমধ্যে দেশটির সরকার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে চার লাখের বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মিত অভিবাসন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার। ইতালির কৃষিখাতের সংগঠন 'কোল্ডিরেত্তি' সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, শ্রমিক সংকট কমবে এবং খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশিদের জন্য সুখবর: ইতালির এই ঘোষণায় বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। কারণ, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশ সফর করেন। সফরকালে ঢাকা ও রোমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়, যার লক্ষ্য নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ। এমওইউ অনুযায়ী, বাংলাদেশ থেকে সিজনাল ও নন-সিজনাল দুই ধরনের কর্মী নেওয়ার বিষয়ে ইতালি কাজ করবে। বাংলাদেশ সরকার কর্মীদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কাজ করছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। ইতালির থিংক ট্যাংক 'রিও কন্তি পাবব্লিসি'র গবেষণা অনুযায়ী, জনসংখ্যা সংকট মোকাবিলায় ২০৫০ সালের মধ্যে অন্তত এক কোটি অভিবাসী প্রয়োজন ইতালিতে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকদের জন্য নিয়মিত পথে দেশটিতে যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস বাংলা |