মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ ৩ শিক্ষার্থী
প্রকাশ: ০১ জুলাই, ২০২৫, ০২:০৩ দুপুর
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

চর আলগী গ্রামের মোহাম্মদ রাকিব বলেন, এই গ্রামের বাসিন্দাদের একটি মাত্র যাতায়াতের বাহন নৌকা। আর এই নৌকা দিয়েই শত শত শিক্ষার্থীদের মাদরাসায় যেতে হয়। দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতি বছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। এরপরও সরকারের দায়িত্বশীলরা এগিয়ে আসছে না।

এসএকে/