জ্ঞান অর্জন করতে হয় শিক্ষকের পায়ের কাছে বসে
প্রকাশ:
১৪ জুন, ২০২৫, ০৯:৫৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইয়াকুব আলী যতদিন কওমিতে পড়েছি ততোদিন কমবেশি শিক্ষকের জুতা বহন করা, তাদের ওযুর পানি এনে দেয়া খুব কমন বিষয় ছিলো। শিক্ষক জুতা হাতে ফ্লোরে হেঁটে যাচ্ছেন আর আমরা তাঁর কাছাকাছি থেকেও জুতা নিজের হাতে তুলে নেইনি এমন হতো না। ছাত্রের উপস্থিতিতে শিক্ষক নিজের জুতা বহন করবেন আর ছাত্র খালি হাতে হেঁটে চলে যাবে এটা ছাত্রের জন্য বেমানান, অপমানজনক। একটা কথা আছে, 'জ্ঞান অর্জন করতে হয় শিক্ষকের পায়ের কাছে বসে।' ছাত্র বসে আর শিক্ষক দাঁড়িয়ে বই-পুস্তক পাঠ হলেও আদব-কায়দা শেখানো যায় না। মাদ্রাসায় ক্লাসে শিক্ষক ছোট্ট তোষকের উপর কিছুটা আরাম করে বসতেন আর তাঁর তিনদিক ঘিরে ছাত্ররা বসে পড়তো। গরমে ফ্যান না থাকলে পর্যায়ক্রমে ছাত্ররা শিক্ষককে হাতপাখা দিয়ে বাতাস করতো। এক. আমি ও আমার শিক্ষক একসাথে বসে খেতাম। আমার খাবারের চেয়ে তাঁর খাবারের মান কিছুটা উন্নত ছিলো। তিনি ভালো খাবারের প্রায় অর্ধেকটা আমাকে দিয়ে খেতেন। আমি বাড়ি থেকে বিভিন্ন সময় ফল নিয়ে আসতাম বা আমার ভাই দিয়ে যেতেন সেগুলো উসতাদকে হাদিয়া দিতাম। দুই. পরীক্ষায় আমি বোর্ডস্ট্যান্ড করি। মেধা তালিকায় ১৪তম। সম্ভবত আমার গড় মার্ক ছিলো ৯৩.৮৮। পুরো মাদ্রাসার সকল বিভাগের সকল ছাত্রের ভেতর সর্বোচ্চ নম্বরধারী হবার তাওফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। তিনি বাংলার শিক্ষক ছিলেন। আমলী মানুষ। এটা বলা মোটেও অত্যুক্তি হবে না যে, একজন জেনারেল শিক্ষক ছাত্রদের এতটা সম্মান ও সেবা পেয়েছেন তা কেবল কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ততার কারণে। তিন. আমাদের জানা থাকার কথা, বাদশাহ আলমগীরের ছেলে ও তার শিক্ষকের গল্প। আমাদের কারো স্ট্যাটাস বাদশাহ আলমগীরের থেকে উপরে নয়। তবে হ্যাঁ, শিক্ষক শিক্ষকের মতো হতে হয়। শিক্ষকতার পেশায় থাকলেই শিক্ষক হওয়া যায় না। পরিমলরা শিক্ষকতার পেশায় আসতে পারে, শিক্ষক হতে পারে না। চার. এই যে আপনারা দেখেন, বাংলাদেশে অনেক আলেমের জানাজায় লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনারা এর কোনো কারণ খুঁজে পান না। কারণ, আপনারা বুঝতেই পারেন না, শিক্ষক-ছাত্রের সম্পর্কের গুরুত্ব কতটুকু। আপনাদের দৃষ্টি আটকে থাকে দুনিয়াবি স্বার্থের জন্য শিক্ষকের পেছনে দৌঁড়ানোতে। স্বার্থ না থাকলে বা ফুরিয়ে গেলে সম্পর্ক ফিকে হয়ে যায়। অথচ শিক্ষক-ছাত্রের সম্পর্ক দুনিয়াবী স্বার্থের বহু ঊর্ধ্বে। সেই সম্পর্কের ভিত্তিতেই সামান্য বেতন পাওয়া ছাত্ররাও মৃত্যুর খবরে ছুটে আসে, শিক্ষকের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে রোনাজারি করে। শিক্ষার ক্ষেত্রে ছাত্র-শিক্ষক সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। যেই সম্পর্কটা ছাত্রকে শিক্ষকের প্রতি এই ভীতিটুকু জন্মাবে যে, শিক্ষকের অপছন্দের কোনো কাজ আমি করতে পারি না। তাতে আমার শিক্ষক মনঃকষ্ট পাবেন। শিক্ষকের প্রতি ছাত্রের অজস্র সম্মান থাকবে, ছাত্রের প্রতি শিক্ষকের মায়া থাকবে। ছাত্রের কাছে শিক্ষকের ইশারা হবে আদেশতুল্য। লেখক: প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এমএইচ/ |