সংঘাত বাধলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেব : ইরান
প্রকাশ:
১২ জুন, ২০২৫, ১২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সংঘাত বাঁধলে ইরান আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আলি খামেনির দেশ। এমন হুঁশিয়ারিই দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। খবর রয়টার্সের। বুধবার (১১ জুন) ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাবে— এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সোমবার (৯ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষদ জানায়, পরিষদ আরও উল্লেখ করে, এই নথিপত্রে এমন সব স্পর্শকাতর তথ্য রয়েছে যা ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রম ও সামরিক সক্ষমতা উন্মোচন করতে পারে। তেহরান জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে কোনো আক্রমণমূলক তৎপরতা চালানো হলে এই নথিপত্র জনসম্মুখে প্রকাশ করা হবে এবং সঙ্গে সঙ্গেই সামরিক প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেখতে চায় না। তাই বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় হুমকি দিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এতে সমর্থন বা অংশ নিতে প্ররোচিত করছে। তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হামলা চালানো থেকে বিরত থাকতে তেল আবিবকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনএইচ/ |