হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি নির্দেশনা
প্রকাশ:
১২ জুন, ২০২৫, ০৮:১৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
হজ পালন শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। বুধবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের যেকোনো টিকিট পরিবর্তন বা সহায়তার জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমান বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে হবে। পাশাপাশি জরুরি প্রয়োজন হলে জেদ্দা ও মদিনার বিমান অফিসেও যোগাযোগ করা যাবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছর হজযাত্রীরা হজ পালন শেষে ফিরতি যাত্রা সুষ্ঠু, সুন্দর এবং নিরবিচ্ছিন্ন করার জন্য মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এতে বলা হয়, ‘সম্প্রতি সৌদি আরবের ভিসা নীতিমালায় বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার ফলে বিমানের কর্মকর্তা-কর্মচারীরা সৌদি ভিসা আবেদনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সত্ত্বেও এখন পর্যন্ত তারা হাজীদের সেবায় দেশটিতে যেতে পারছেন না।’ হজ এজেন্সি ও প্রতিনিধিদেরকে অফিস চলাকালীন সময়ে নিচের ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে: ঢাকা বিক্রয় অফিস চট্টগ্রাম বিক্রয় অফিস সিলেট বিক্রয় অফিস জরুরি প্রয়োজনে এনএইচ/ |