গরুর মাংস খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলা জরুরি
প্রকাশ:
১১ জুন, ২০২৫, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
OUR ISLAM স্বাস্থ্য ডেস্ক পবিত্র ঈদুল আজহায় কোরবানির মাংস খাওয়ার রেওয়াজ আমাদের সবার ঘরে-ঘরে। এই সময় মাংসের নানা আইটেম যেমন কাবাব, রোস্ট কিংবা ভুনা খাওয়ার হিড়িক পড়ে যায়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরুর মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার খেলে শরীরের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। মাংসের সঙ্গে দুধ জাতীয় খাবার নয় বিশেষজ্ঞদের মতে, গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার (যেমন: পায়েস, ফিরনি, দই ইত্যাদি) খাওয়া উচিত নয়। কারণ, মাংস ও দুধ—দুটিই উচ্চমাত্রায় প্রোটিনসমৃদ্ধ এবং হজম হতে সময়সাপেক্ষ। একসঙ্গে খেলে শরীরের পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। একাধিক গবেষণায় দেখা গেছে, মাংসের সঙ্গে দুধ খাওয়ার ফলে হতে পারে:
তাহলে করণীয় কী? স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী— ঢাকার এক পুষ্টি চিকিৎসক ডা. মাহবুবা শারমিন বলেন, ডেজার্টও হতে পারে বিপজ্জনক! অনেকেই কোরবানির দিনের ডেজার্ট হিসেবে খিচুড়ির পর পরই দুধ, পায়েস বা ফিরনি পরিবেশন করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এগুলো যতই সুস্বাদু হোক না কেন, মাংসের পরপর নয়—সর্বনিম্ন ২ ঘণ্টা বিরতির পর গ্রহণ করাই উত্তম। গরুর মাংস সুস্বাদু ও পুষ্টিকর হলেও তার সঙ্গে কিছু খাবার ভুলভাবে গ্রহণ করলে শরীরের জন্য বিপদ হতে পারে। কোরবানির আনন্দ যেন অসুস্থতায় পরিণত না হয়, সেজন্যই সচেতনতা অপরিহার্য। এনএইচ/ |