মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কী হয়?
প্রকাশ:
২৯ মে, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আমরা অনেকেই ধরে নিই ওষুধের গায়ে লেখা ‘মেয়াদ শেষ’ মানেই সেটা যেন একরকম বিষ! কিন্তু সত্যিই কি মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে মৃত্যু হয়? নাকি শুধু কার্যকারিতা কমে যায়? এই প্রশ্ন ঘিরে রয়েছে প্রচুর ভ্রান্ত ধারণা। আসুন, বিজ্ঞানের আলোয় ও বাস্তবতার প্রেক্ষাপটে খুঁজে দেখি মেয়াদোত্তীর্ণ ওষুধ আসলে কতটা ক্ষতিকর। সম্প্রতি ঢাকায় এক শিশুর মৃত্যুর ঘটনায় জানা যায়, তাকে খাওয়ানো ভিটামিন সিরাপটি মেয়াদোত্তীর্ণ ছিল। অনেকে ধরে নিচ্ছেন, ওষুধটির মেয়াদ ফুরনোই শিশুটির মৃত্যুর কারণ। কিন্তু তা নির্ভুল বলা যায় না। ইতিহাস বলছে, ১৯৯০ সালে বহু শিশু ভেজাল প্যারাসিটামল খেয়ে মারা যায়, যা মেয়াদোত্তীর্ণ ছিল না, বরং বিষাক্ত রাসায়নিক ডাইথাইলিন গ্লাইকল মেশানো ছিল। তাই শিশুটির মৃত্যুর জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধকে দায়ী করা ঠিক হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ কতটা ক্ষতিকর? কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে কিছু ওষুধে রাসায়নিক বিক্রিয়ায় বিষাক্ত যৌগ তৈরি হতে পারে, তবে এমন ঘটনা বিরল।
কিন্তু প্রেসক্রাইব করা ওষুধ (যেমন অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, ব্লাড থিনার) নিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া মেয়াদোত্তীর্ণ ব্যবহার করা একদম উচিত নয়। বাংলাদেশের আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি বেআইনি। যদিও কার্যকরভাবে এটি সবসময় বাস্তবায়ন হয় না। গবেষণায় কী দেখা গেছে? মার্কিন চিকিৎসা সংস্থা আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের মতে, অধিকাংশ ওষুধ মেয়াদোত্তীর্ণের পরও কয়েক বছর কার্যকর থাকে। তারা ২০০১ সালে একটি গবেষণা পরিচালনা করে। ২২টি ভিন্ন ওষুধের ৩০০০ ব্যাচ নেওয়া হয়। সেগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, বেশিরভাগ ওষুধের কাজ করার ক্ষমতা তাদের ওপর মুদ্রিত মেয়াদ শেষ হওয়ার তারিখের চেয়ে অনেক বেশি। ফলাফলের ওপর ভিত্তি করে এএমএ প্রায় ৮৮ শতাংশ ওষুধের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় ৬৬ মাস বাড়িয়ে দেয়। বাংলাদেশে প্রশাসনিক দ্বিধা বিপরীতে, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ গুণগতমান হারিয়ে ক্ষতিকর হয়ে উঠতে পারে, এমনকি মৃত্যুঝুঁকি তৈরি করে। করণীয় কী? অপ্রয়োজনীয় ভয় নয়, সচেতনতা জরুরি। এনএইচ/ |