ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চূড়ান্ত আন্দোলনে নামতে হবে: শায়খে চরমোনাই
প্রকাশ:
২৬ মে, ২০২৫, ০৯:০৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে দল-মত নির্বিশেষে চুড়ান্ত আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আজ সোমবার (২৬ মে) গাজীপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শায়েখে চরমোনাই বলেন, ক্ষমতালোভী এক শ্রেণীর রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং কর্মকান্ড ৭১-এর মহান স্বাধীনতা আন্দোলন ও ২৪ এর জুলাই অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করছে। ইসলাম ও মানবতা বিরোধী একটি অপশাসন প্রতিষ্ঠার দুঃস্বপ্ন নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, তারা ইসলামী শক্তিকে মৌলবাদী বলে গালী দিতেও পরওয়া করছে না। এদেশের ইসলাম ও স্বাধীনতাপ্রিয় গণমানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার ফল তারা অচিরেই পেয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা নতুন দেশ চাই। নতুনভাবে দেশকে গঠন করতে চাই। এদেশকে দুয়েকটা রাজনৈতিক দলের কাছে বন্ধক দেইনি। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে তাদের রাজনীতি থাকবে না। আগামী নির্বাচন হবে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতী দেলোওয়ার হুসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি এম রুহুল আমীন, নগর আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিন এর সভাপতিত্বে এবং নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মন্ডল এবং সহ-দফতর সম্পাদক মাওলানা নূরুল আমীন। |