শাপলা শহীদদের বিচারের দাবিতে ‘শাপলা স্মৃতি সংসদ’-এর ৭ দফা
প্রকাশ:
২৪ মে, ২০২৫, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
শাপলা শহীদদের স্মরণে কনফারেন্সের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। আয়োজকরা জানান, ২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে একটি তথ্যসমৃদ্ধ ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হচ্ছে। কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন। আজ শনিবার (২৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই কনফারেন্স চলবে। এই কনফারেন্স থেকে শাপলা গণহত্যার বিচার ও শহীদদের যথাযথ মূল্যায়নে ৭ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন: ২. পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন: ৩. জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি: ৪. সরকারিভাবে শহীদ তালিকা প্রণয়ন: ৫. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি: ৬. মিথ্যা মামলার প্রত্যাহার: ৭. স্বাধীন তদন্ত কমিশন গঠন: কনফারেন্সে শাপলা স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে এই দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনফারেন্সের সভাপতিত্ব করছেন শাপলা স্মৃতি সংসদ-এর আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। আয়োজকদের সূত্রে জানা গেছে, কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলান জালালুদ্দীন আহমাদ তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা গাজী ইয়াকুব, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীসহ বিশিষ্টজনেরা উপস্থিত আছেন। এমএইচ/ |