‘ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সবাইকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে’
প্রকাশ:
২৪ মে, ২০২৫, ০৯:৩৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতে যেসব পক্ষ ভূমিকা রেখেছে, তাদের সবাইকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় থাকতেই পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের রাজনীতি কিংবা পারস্পরিক বিরোধিতার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। তিনি বলেন, জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে রাষ্ট্রের নীতিগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, কোনোভাবেই সে সুযোগ নষ্ট করা যাবে না। শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এনএইচ/ |