মৌলভীবাজারে ছাত্র জমিয়তের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশ:
১৫ মে, ২০২৫, ০৬:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার শহরের জামেয়া রাহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে দুপুর ২টা থেকে জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদের সভাপতিত্বে ও শাখা'র সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমদের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী। বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আসআদ বিন জামিল, জুড়ী উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুফতি শিহাবুদ্দীন আহমাদ, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম সাইমী, পাঠাগার সম্পাদক হাফিয আকবর হুসাইন, দফতর সম্পাদক রাজিব আহমদ, সদস্য রাহি আহমদ, বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন তায়্যিব, কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিয আখতারুজ্জামান, জুড়ী উপজেলা ছাত্র জমিয়তের আলীয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিয আব্দুল মুমিন, ছাত্র জমিয়ত জামেয়া রাহমানিয়া শাখা'র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ প্রমূখ। এমএইচ/ |