‘অটোরিক্সা বন্ধের নামে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা সমাধান নয়’
প্রকাশ:
১৫ মে, ২০২৫, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন আজ এক বিবৃতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘অটোরিক্সা বন্ধের নামে গরিবের রক্তে-ঘামে অর্জিত টাকায় কেনা অটো রিক্সাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা কোনো সমাধান নয়।’’ তিনি মনে করেন, অটো রিক্সা বন্ধ করার আগে, যারা বিদেশ থেকে অটো রিক্সার সরঞ্জাম ও ব্যাটারি আমদানি করছে, দেশে উৎপাদন করছে এবং বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত। মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ‘‘যে অটো রিক্সাগুলো গরিব তার কষ্টের টাকা দিয়ে কিনেছে, তা ভেঙে ফেলার আগে সরকারের উচিত তাদের জন্য আলাদা এলাকা ও রাস্তা নির্ধারণ করা। যদি কেউ আইন ভঙ্গ করে, তখন তাকে শাস্তি দেওয়া যেতে পারে।’’ তিনি আরও বলেন, ‘‘এভাবে একজন দরিদ্র মানুষের একমাত্র সম্বল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়া এবং তার বুকফাটা আর্তনাদের দৃশ্য সত্যিই দুঃখজনক।’’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘গরিবের ক্ষতি না হয়ে, যানজট নিরসন করার জন্য কার্যকরী এবং মানবিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।’’ এমএইচ/ |