দারুল উলুম দেওবন্দে আল্টিমেটামের খবরটি ‘ভুয়া’ বললেন দেওবন্দ মুহতামিম 
প্রকাশ: ০৯ মে, ২০২৫, ০১:০০ দুপুর
নিউজ ডেস্ক

গত কয়েকদিন পূর্বে ওয়াকফ বিল পাশ হওয়ার পর ভারতের বিভিন্ন মসজিদ মাদরাসা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হামলা ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হিন্দুত্ববাদী বিভিন্ন উগ্র সংগঠন ও প্রশাসনের ছত্র ছায়ায় এসব ঘৃণিত চর্চা চলছে কয়েক দিন যাবত।

এরই প্রেক্ষিতে উপমহাদেশের ইসলামী শিক্ষার সূতিকাগার ভারতের দারুল উলুম দেওবন্দ’র মাদরাসায়ও উগ্রবাদী আরএসএসের উচ্ছেদ আল্টিমেটামের খবর ছড়িয়ে পড়ে। খবরটি  চাওর হলে সচেতন ধর্মপ্রাণ অনেকেই চিন্তিত হন।

এ বিষয়ে সঠিক তথ্য জানতে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল মুফতি আবুল কাসেম নুমানীর স্মরণাপন্ন হোন জামিয়া কাসেম নানুতবি ঢাকা’র মুহাদ্দিস ও লেখক মাওলানা আবুল ফাতাহ কাসেমী।

শায়েখ নুমানী আজ এক অডিও বার্তায় বলেন, দারুল উলুমের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো।  যে খবরটি ছড়িয়েছে তা তিন চার বছর পূর্বের। হঠাৎ করে সেটিই ভাইরাল হয়েছে। সরকারও বিষয়টি স্পষ্ট করেছে। দুআ করো আল্লাহ তাআলা হেফাজত করুন।...

এমএম/