স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির
প্রকাশ: ০৮ মে, ২০২৫, ০৮:৪০ রাত
নিউজ ডেস্ক

ন্যাশনাল ইকরা কারিকুলাম কাউন্সিল এর আহ্বায়ক মাওলানা মাসউদুল  কাদির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নৈতিক শিক্ষা সবার আগে।  একজন শিশু ফুলের কলির মতো। নৈতিক শিক্ষা শিশুর সুকুমারবৃত্তিকে মজবুত করে।

বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। 

ন্যাশনাল ইকরা কারিকুলাম কাউন্সিল এর আহ্বায়ক মাওলানা মাসউদুল  কাদির বলেন, দেশের স্কুলগুলোতেও কুরআনের শিক্ষা চালু করা জরুরি। নবীজী সা. এর হাদিস থেকেই নৈতিক শক্তি লাভ করা সম্ভব। 

প্রতিটি প্রাথমিক স্কুলে একজন করে   আলেম নিয়োগ দেয়ার আহ্বান জানিয়ে মাসউদুল কাদির বলেন, দেশের আলেমগণ নীতিবান মানুষ গঠনে ভূমিকা পালন করছেন। আলেমরাই স্কুলগুলোতে নৈতিক বিপ্লব সৃষ্টি করতে পারে।

প্রসঙ্গত, আজ গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণও শিখে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে।

এমএইচ/