ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
০৮ মে, ২০২৫, ১২:২৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর কেরানীগঞ্জের আঞ্চলিক শিক্ষা বোর্ড “ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জ”-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) কেরানীগঞ্জের রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি মুফতী সারওয়ারে আলম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। এসময় বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মাঝে মেধাস্থান অর্জনকারী ২৭ জন শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। আরএইচ/ |