জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসার অসাধারণ সাফল্য
প্রকাশ:
০৭ মে, ২০২৫, ০৫:১৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রঘুনাথপুর (সাইনবোর্ড), ফতুল্লা, নারায়ণগঞ্জে অবস্থিত জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসা এবং হযরত ক্বারী ইবরাহীম (রহ.) মহিলা মাদরাসা স্বনামধন্য কওমি শিক্ষা প্রতিষ্ঠান। মনোরম পরিবেশ, উন্নত খাবার এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শাখায় দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত শাহ হাকীম মোহাম্মদ আখতার (রহ.)-এর খলিফা মাওলানা মাহমুদুল হাসান উজানী। নায়েবে মুহতামিমের পদে রয়েছেন মুফতি ইসমাইল মাহমুদ উজানী। ছাত্র শাখায় পাঠদান করেন অভিজ্ঞ, দ্বীনদার আলেম-উলামাগণ এবং মহিলা শাখায় পাঠদান করেন যোগ্য, অভিজ্ঞ ও পর্দানশীল শিক্ষিকাবৃন্দ। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত। ইসলামি আদর্শে গড়ে ওঠা জ্ঞানসম্পন্ন, নৈতিকতাসম্পন্ন এবং আল্লাহভীরু প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিভাগসমূহ ছাত্রীদের জন্য: বেফাক ২০২৫ পরীক্ষার ফলাফল ইবতিদাইয়্যাহ মুতাওয়াসসিতাহ যোগাযোগ এসএকে/ |