দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
প্রকাশ:
০৬ মে, ২০২৫, ০৮:৩১ সকাল
নিউজ ডেস্ক |
![]()
লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ৬ মে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেয়া বিশেষ বিমান 'এয়ার এম্বুলেন্স' বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে বাংলাদেশ উদ্দেশে রওনা করেছে। এনএইচ/ |