ইসলামের ইতিহাসের পাতায় আজ
প্রকাশ: ০৪ মে, ২০২৫, ০৭:৫৬ সকাল
নিউজ ডেস্ক

১. তিউনিসিয়ার বিজয় | ২৬ হিজরি (৬৪৭ খ্রিষ্টাব্দ)

আজ থেকে প্রায় ১৩৭৮ বছর আগে, ২৬ হিজরির এই দিনে মুসলিম সেনাবাহিনী আফ্রিকার তৎকালীন রোমান নিয়ন্ত্রিত শহর সেফেতুলা (বর্তমান তিউনিসিয়া) বিজয় করে।
খলিফা উসমান ইবন আফফান (রাঃ)-এর নির্দেশে সেনাপতি আবদুল্লাহ ইবনে জুবায়ের (রাঃ) এর নেতৃত্বে এই বিজয় ঘটে।
এই বিজয়ের মাধ্যমে উত্তর আফ্রিকায় ইসলামের প্রচার ও প্রভাব বিস্তারের দ্বার উন্মুক্ত হয়।

২. ইসলামি মিডিয়া জাগরণ | ১৯০৪ খ্রিষ্টাব্দ

এই দিনে মাওলানা আবুল কালাম আজাদ ইসলামি চিন্তাধারা ছড়িয়ে দিতে একটি প্রভাবশালী পত্রিকার পরিকল্পনা গ্রহণ করেন, যার নাম ছিল ‘আল হিলাল’।
পরবর্তীতে এটি ১৯১২ সালে প্রকাশিত হয়ে উপমহাদেশে ইসলামি চেতনার জাগরণ ঘটায় এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখে।

৩. গাজায় রক্তাক্ত দিন | ২০০১ খ্রিষ্টাব্দ

আজকের এই দিনে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন মুসলমান শহীদ হন।
ঘটনাটি ঘটে দ্বিতীয় ইন্তিফাদা চলাকালে, যেখানে ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

এনএইচ/