হেফাজতের মহাসমাবেশে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী
প্রকাশ:
০৩ মে, ২০২৫, ১১:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সারাদেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। মহাসমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (৩ মে) সকাল ৯টায় একজন শাপলা শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে শুরু হয় হেফাজতের মহাসমাবেশ। এখন সারাদেশ থেকে আসা হেফাজত নেতারা বক্তব্য দিচ্ছেন। সভাপতিত্ব করছেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় ও সবকটি প্রবেশ পথে নেতাকর্মীদের চাপ। সময় যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে। দুপুর ১টা পর্যন্ত এই মহাসমাবেশ চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে- ১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। ২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে। ৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে। এনএইচ/ |