সুন্দর চরিত্র গঠনের ৫টি ধাপ
প্রকাশ: ০১ মে, ২০২৫, ০৮:২৩ সকাল
নিউজ ডেস্ক

নাজমুল হাসান।

চরিত্রই একজন মানুষের প্রকৃত পরিচয়। টাকা-পয়সা, জ্ঞান বা সৌন্দর্য দিয়ে নয় বরং মানুষ স্মরণীয় হয় তার আচরণ, ব্যবহার ও নৈতিকতার জন্য।
আজকের সমাজে জ্ঞানীর অভাব নেই, কিন্তু সুন্দর চরিত্রের মানুষ খুবই বিরল।
চলুন জেনে নিই সুন্দর চরিত্র গঠনের ৫টি ধাপ  যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, হৃদয় জয় করতে পারে, আর আল্লাহর নৈকট্য এনে দিতে পারে ইনশাআল্লাহ।”

১. নিয়ত শুদ্ধ করা ও আত্মসমালোচনার অভ্যাস
 প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন:
"আজ আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করলাম?"
 নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই উন্নতির প্রথম ধাপ।

 ২. রাগ ও হিংসা নিয়ন্ত্রণ করা
রাসূল (সা.) বলেছেন:
“সর্বোত্তম ব্যক্তি সে, যার রাগ ধৈর্য দিয়ে দমন করা যায়।”
 হিংসা, অহংকার, গীবত ইত্যাদি চরিত্রের দোষ থেকে বাঁচতে জিকির ও তওবা করুন।

 ৩. সদাচরণ ও মিষ্টভাষী হওয়া
 কুরআনে বলা হয়েছে:
“ভালো ও মন্দ সমান নয়। তুমি সেই ব্যবহার করো যা উত্তম — তবেই শত্রুও হয়ে যাবে ঘনিষ্ঠ বন্ধু।” (সূরা ফুসসিলাত: ৩৪)
কোমল ভাষায় কথা বলা ও মানুষকে সম্মান দেওয়াই আখলাকের পরিচয়।

 ৪. মানবিক গুণাবলি চর্চা করা (সহানুভূতি, ক্ষমাশীলতা, ধৈর্য)
 রাসূল (সা.) ছিলেন সবচেয়ে দয়ালু, সহনশীল এবং ক্ষমাশীল ব্যক্তি।
 প্রতিদিন অন্তত একবার কাউকে সাহায্য করার চেষ্টা করুন, এবং ভুল করলেও মাফ করে দিন।

৫. সালেহ ব্যক্তিদের সঙ্গ গ্রহণ ও দ্বীনি শিক্ষা গ্রহণ
 আপনার চরিত্র অনেকাংশে নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান তার ওপর।
 ভালো মানুষের সঙ্গ, ইসলামি বই-পাঠ, এবং হাদীস চর্চা চরিত্র গঠনের জ্বালানী।

এনএইচ/