ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:২৩ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ৪৩টি পদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে ‘দাওরায়ে হাদিস’ সনদধারীদের অষ্টম শ্রেণির সমমান বিবেচনা করায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

জনসাধারণের এমন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ ছালাম মাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনিবার্য কারণে” নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এমএইচ/