পবিত্র মক্কায় প্রবেশের আদব
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন হজ উপলক্ষে পৃথিবীর লাখ লাখ মুসল্লি মক্কায় সমবেত হচ্ছেন। দলে দলে প্রবেশ করছেন পবিত্র নগরীতে। প্রাজ্ঞ আলেমরা মক্কায় প্রবেশের কিছু শিষ্টাচার বর্ণনা করেছেন। তাঁদের বক্তব্যের সারকথা হলো : ১. জেদ্দার পথে মক্কা শরিফে আসতে গেলে মক্কার প্রায় ২২ কিলোমিটার দূরে হুদাইবিয়ার অবস্থান। যার বর্তমান নাম শুমাইসি। সম্ভব হলে এখানে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া। কেননা এরপর মক্কার সীমানা শুরু হয়। ৩. মসজিদুল হারামের উত্তর দিক তথা জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব। ৪. মক্কায় প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। বর্তমানে গাড়িচালকরা রাস্তায় গোসলের সুযোগ দেয় না, তাই মক্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গোসল করে নেওয়া উত্তম। ৫. মসজিদুল হারামে প্রবেশের সময় বাবুস সালাম (২৪ নং গেট) দিয়ে প্রবেশ করা মুস্তাহাব। ৬. কাবাঘরে প্রবেশের সময় তালবিয়া পড়তে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে বিনয়ের সঙ্গে প্রবেশ করা। ৭. মসজিদে প্রবেশের সুন্নত ও শিষ্টাচারের প্রতিও লক্ষ রাখা আবশ্যক। যেমন— জুতা-স্যান্ডেল খুলে ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দরুদ পাঠ করা এবং নির্ধারিত দোয়া পড়া। মসজিদে প্রবেশের দোয়া হলো, ‘আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক’ (হে আল্লাহ! আমার জন্য আপনার অনুগ্রহের দরজা খুলে দিন)। সূত্র : আহকামে হজ্জ এনএইচ/ |