সড়ক দুর্ঘটনায় আহত মালিবাগের শায়খুল হাদিস সিসিইউতে চিকিৎসাধীন
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সেরে উঠতে কিছু দিন লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৮ এপ্রিল) শায়খের ছেলে মাওলানা মাহমুদুল হাসান আওয়ার ইসলামকে জানান, দুর্ঘটনায় শায়খের বুকের চারটি হাড় এবং ডান হাতের বৃদ্ধাঙুল ভেঙে গেছে। কব্জি ছুটে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথায় প্রায় ১৬টি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার ফলে তাঁর পূর্বের হার্টের সমস্যাও মারাত্মকভাবে বেড়ে গেছে, ফলে শারীরিক ঝুঁকি বেড়েছে। গত রোববার সকালে রাজধানীর গাওয়াইর মাদরাসায় হাদিসের দরস দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন দেশের প্রবীণ এই শায়খুল হাদিস। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এএইচএম রেজাউল হক এবং কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদের চিকিৎসার খোঁজখবর নিতে ফরিদাবাদ মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে মুহতামিম মাওলানা মতিউর রহমানসহ অনেক আলেম হাসপাতালে উপস্থিত হন বলে জানান মাহমুদু হাসান। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ফোন করে তাঁর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া মদিনা থেকে মাওলানা আশেক এলাহি বুলন্দশহরি র. এর ছেলে ফোনে খোঁজ নিয়েছেন। শায়খের ছেলে দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। প্রসঙ্গত, শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ মালিবাগ জামিয়ার শায়খুল হাদিস হিসেবে পরিচিত হলেও তিনি ত্রিশোর্ধ্ব মাদরাসায় হাদিসের দরস দেন। এনএইচ/ |