রাজৈরে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক

মাদারীপুরের রাজৈরে বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কদমবাড়ী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কদমবাড়ী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের লক্ষ্মীকান্ত সরকারের ছেলে পায়েল সরকার (১৯) এবং গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের ধ্রুবনাথ মন্ডলের ছেলে নিউটন মন্ডল (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমবাড়ী বাজারে মদ বেচা-কেনা হচ্ছে খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে অভিযান চালায় রাজৈর থানা পুলিশ।

এ সময় ৪ বোতল বিদেশি মদসহ পায়েল সরকার ও নিউটন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, গতকাল বুধবার রাতে কদমবাড়ী বাজার থেকে ৪ বোতল মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/