খেলাফত মজলিস ও এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য
প্রকাশ:
২০ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
খেলাফত মজলিস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে দুটি দল আটটি বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এর মধ্যে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারে বিশেষভাবে জোর দিয়েছে দুই দলই। সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব. যুগ্ম আহ্বায়ক ড. আতক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি। খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, যুব বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন. নির্বাহী সদস্য আলহাজ¦ আমীর আলী হাওলাদার। সংলাপের বিরতিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বি-দলীয় সংলাপে গৃহীত দাবিসমূহ ১. চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পারিবারকে পুনর্বাসন করতে হবে। এমএইচ/ |