ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের ডাক ফুরফুরা শরিফের
প্রকাশ:
১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ভারতের সংসদে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে এবার মাঠে নামছে পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ প্রভাব রাখে ফুরফুরা শরিফ সংশ্লিষ্টরা। এই দরবারের পক্ষ থেকে আগামী ২৬ এপ্রিল ‘ব্রিগেড চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যদিও কর্মসূচি পালিত হবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ব্যানারে। শুক্রবার (১৮ এপ্রিল) পীরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে এই কর্মসূচির ডাক দেয় ফুরফুরা শরিফ। ফুরফুরার পীরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। আমরা পীরজাদারা সমর্থন করেছি। আশা করছি সেদিন ব্রিগেড সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।’ মেহেরাব বলেন, ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এ সমাবেশ হবে। একই সঙ্গে যারা ব্রিগেডে আসবেন তাদের সংযত থাকার বার্তাও দেন তিনি। কারো ফাঁদে পা না-দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ওই সমাবেশে ত্বহা, নওশাদ বা তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকি থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ফুরফুরার পীরজাদারা সবাই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মাঠে নেমেছেন। সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদও। ওয়াকফ আইন এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। এমএইচ/ |