ভোটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, আমির কি লড়বেন?
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ১২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি

অন্যান্য ইসলামি দলের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসও শুরু করেছে তাদের নির্বাচনী প্রস্তুতি। দলটি দেশের সব আসনেই প্রার্থী বাছাইয়ের কাজ করছে। তবে শেষ পর্যন্ত কতটি আসনে প্রার্থী দেবে সেটা নির্ভর করছে ভোটের প্রক্রিয়ার ওপর। এককভাবে নির্বাচন করলে বেশির ভাগ আসনে প্রার্থী দেওয়ার টার্গেট নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে জোটবদ্ধ নির্বাচন হলে আলোচিত নেতারাই প্রার্থী হবেন। অন্যদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে না।

চলতি বছরের শুরুতে সংগঠনটির আমিরের দায়িত্ব পেয়েছেন আলোচিত আলেমে দীন মাওলানা মামুনুল হক। দলের প্রধান হিসেবে তিনি ভোটে লড়বেন না বলেই প্রাথমিক সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পাল্টাতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন আওয়ার ইসলামকে বলেন, তিনশ আসনেই আমাদের নির্বাচনী প্রস্তুতি আছে। তবে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সেটা বড় বিষয়। জোটবদ্ধ নির্বাচন হলে এক রকম প্রস্তুতি, আর এককভাবে হলে অন্যরকম প্রস্তুতি। নির্বাচনের সময় ঘনিয়ে এলে সেটা বোঝা যাবে।

জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলো আগামী নির্বাচনে একক বাক্স দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বেশ কিছু দিন যাবত। এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসও। দলটির আমির মাওলানা মামুনুল হকও একাধিকার বার বৃহৎ ঐক্যের কথা বলেছেন। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ খেলাফত মজলিস এর সঙ্গে থাকবে বলে জানান মাওলানা আতাউল্লাহ আমীন।

কোনো কোনো ইসলামি দলে হেভিওয়েট প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ খেলাফত মজলিসে এমন প্রার্থী কারা সে সম্পর্কে জানতে চাইলে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, নিজের সন্তান সবার কাছেই সবচেয়ে সেরা। বড় মাদরাসার মুহতামিম হলেই হেভিওয়েট প্রার্থী, এমনটা ভাবার কারণ নেই। হেভিওয়েট প্রার্থী হওয়ার জন্য অনেক কিছু দরকার। অনেককে হেভিওয়েট প্রার্থী দাবি করা যাবে। কিন্তু ভোটের মাঠে তার অবস্থান কী সেটার ওপর মূলত নির্ভর করবে হেভিওয়েট কি না।

তবে বাংলাদেশ খেলাফত মজলিসের এই যুগ্ম মহাসচিব জানান, তাদের দলেও বেশ কিছু আলোচিত প্রার্থী আছেন। এর মধ্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ একজন। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন আলোচিত প্রার্থী রয়েছেন। তারা হলেন মাওলানা আকরাম আলী, মাওলানা মোশাররফ হোসেন এবং মিজানুর রহমান মোল্লা। তারা তিনটি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া নোয়াখালীর একটি আসনে মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজী, সুনামগঞ্জের একটি আসনে মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, কিশোরগঞ্জের দুটি আসনে মাওলানা আতাউল্লাহ আমীন এবং মাওলানা হেদায়েতুল্লাহ হাদী রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলের আলোচিত প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাভারে মাওলানা নূর মোহাম্মদ কিংবা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সোনারগাঁওয়ে মাওলানা শাহজাহান এবং কক্সবাজারের মাওলানা ওবায়দুল কাদের নদভী।

দলের আমির মাওলানা মামুনুল হক ভোটে লড়বেন কি না এ প্রসঙ্গে জানতে চাইলে মাওলানা আতাউল্লাহ আমীন আওয়ার ইসলামকে বলেন, মাওলানা মামুনুল হক সাহেব নির্বাচন করবেন না বলেই প্রাথমিক সিদ্ধান্ত। আমাদের দলের আমির কখনো নির্বাচন করেননি। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মামুন সাহেব নির্বাচন করলে পুরান ঢাকার লালবাগ আসন থেকে করতে পারেন।

এনএইচ/