চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় সবক শুরু আজ
প্রকাশ:
১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় সবক শুরু হচ্ছে। আজ রোববার (১৩ এপ্রিল) বাদ মাগরিব সবক ইফতেতাহ করবেন আল-হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি এবং মজলিসে দাওয়াতুল হকের আমিরুল উমারা আল্লামা মাহমুদুল হাসান। মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী জানান, ইতোমধ্যে মাদরাসায় ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বাদ মাগরিব আনুষ্ঠানিকভাবে সবক ইফতেতাহ হবে। আগামীকাল সোমবার থেকে পুরোদমে দরস শুরু হবে। এমএইচ/ |