
| 	
        
			
							
			
			  ২২ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম  
			
			
	
			
										প্রকাশ:
										২২ মার্চ, ২০২৫,  ০৪:২৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 || তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা হা মীম সাজদাহ, সূরা শূরা, সূরা যুখরুফ, সূরা দুখান, সূরা জাসিয়া ও সূরা আহকাফ) আলহামদুলিল্লাহ, কুরআনের ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি। আজকের তারাবিতে আমরা এমন কিছু আয়াত শ্রবণ করব, যেখানে আল্লাহ তায়ালা তাঁর অসীম কুদরত, অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতির শিক্ষা, কিয়ামতের ভয়াবহতা এবং মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ তুলে ধরেছেন। কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং তা আমাদের জন্য জীবনসংহিতা, হিদায়াতের আলো। এই পারার আয়াতগুলোর মধ্যে রয়েছে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, নবি-রাসূলদের সংগ্রাম, কাফেরদের অবাধ্যতার পরিণতি এবং মুমিনদের প্রতিদান। একই সঙ্গে রয়েছে আল্লাহর অনুগ্রহ ও শাস্তির সুস্পষ্ট বর্ণনা, যা আমাদের আমল সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ১. সূরা হা মীম সাজদাহ (৪৭-৫৪) – কিয়ামত, সত্য ও পথভ্রষ্টতার পরিণতি কিয়ামতের নির্ধারিত সময় একমাত্র আল্লাহ জানেন (৪৭-৫০) 
 ঈমানদার ও কাফেরদের পার্থক্য (৫১-৫৪) 
 ২. সূরা শূরা (১-৫৩) – তাওহিদ, ওহী ও ন্যায়বিচারের বার্তা আল্লাহর সার্বভৌমত্ব ও কুরআনের মাহাত্ম্য (১-১৪) 
 তাকদির, রহমত ও ইনসাফ (১৫-৩৩) 
 নবী ও উম্মতের দায়িত্ব (৪৪-৫৩) 
 ৩. সূরা যুখরুফ (১-৮৯) – মূর্তিপূজা, নবীদের সংগ্রাম ও পরকালের বাস্তবতা কুরআনের সত্যতা ও মুশরিকদের যুক্তিহীনতা (১-৩৯) 
 ফেরাউনের উদ্ধত আচরণ ও শাস্তি (৪০-৭৩) 
 ৪. সূরা দুখান (১-৫৯) – কিয়ামত, শাস্তি ও পরিত্রাণের বার্তা কিয়ামতের ভয়াবহতা (১-২৯) 
 মুত্তাকীদের জন্য জান্নাতের প্রতিদান (৩০-৫৯) 
 ৫. সূরা জাসিয়া (১-৩৭) – আল্লাহর নিদর্শন, পরকাল ও বিচারের ঘোষণা প্রকৃতির মাঝে আল্লাহর নিদর্শন (১-১৫) 
 কিয়ামতের দিন কাফেরদের পরিণতি (১৬-৩৭) 
 ৬. সূরা আহকাফ (১-২০) – অতীত জাতিদের ধ্বংস ও হিদায়াতের আহ্বান হুদ (আ.) ও ‘আদ জাতির ধ্বংস (২১-২৬) 
 কিয়ামতের ভয়াবহতা ও নেক আমলের গুরুত্ব (১৫-২০) 
 মূল শিক্ষা ও বার্তা: 
 উপসংহার: এই পারায় আল্লাহর অসীম কুদরত, অতীত জাতিদের ধ্বংসের শিক্ষা, পরকালের ভয়াবহতা ও জান্নাত-জাহান্নামের বাস্তবতা বিশদভাবে বর্ণিত হয়েছে। আসুন, আমরা কুরআনের এই আয়াতগুলো গভীরভাবে অনুধাবন করি, আমাদের জীবনে প্রয়োগের সংকল্প গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে নিজেকে উৎসর্গ করি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো অন্তরে ধারণ করে সত্য পথে চলার তাওফিক দান করুন, আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/  |