‘বাংলাদেশ খেলাফত মজলিস’ নিকলী শাখার কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ:
০৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দ্বীন বিজয়ের শপথ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ইসলামিক রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ খেলাফত মজলিস নিকলী উপজেলা শাখার প্রথম কাউন্সিল। মঙ্গলবার (৭ জানুয়ারি) পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালিত হয়েছে। ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ সংসার, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সহ জীবনের সর্বস্তরে খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব তলে ধরেন সম্মানিত অতিথিবৃন্দরা। বক্তারা বলেন, জুলুম নির্যাতন, দূর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। তাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ ও উদ্দেশ্য। নিকলী উপজেলা শাখার আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল করীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সহ:সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা উসমান গণী কাগজী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মুফতী ইলিয়াস কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহ উদ্দীন ও বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ, নিকলী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল মুকতাদির ও সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুক প্রমুখ। কাউন্সিলে বক্তারা বলেন, ইসলামী সংগঠনে পদ-পদবী পাওয়া কোন গৌরবের বা সম্মানের বিষয় নই বরং দ্বীনের কাজ আন্তরিকভাবে করে যাওয়াই মূল দায়িত্ব। তাই আমরা যে কমিটি করে দিচ্ছি তাদেরকে মেনে সংগঠনের কাজকে বেগবান করবেন বলে আশা রাখি। উপস্থিত অতিথিবৃন্দ পরামর্শের ভিত্তিতে নিম্নোক্ত কমিটি ঘোষণা করেছেন- সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ-সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বায়তুল মাল সম্পাদক প্রশিক্ষণ সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক প্রকাশনা সম্পাদক প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক সম্মানিত সদস্য প্রধান অতিথি শায়খুল হাদীস আল্লামা আব্দুল করীম পূর্ণাঙ্গ কমিটির নাম ও পদবী ঘোষণা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মুনাজাত করেন। কেএল/ |