নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেয়ার’ হুমকি দিলেন এরদোয়ান!
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৪, ১১:০৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার তুরস্ক। ইসরাইলি বাহিনীর বর্বরতার নিন্দাও জানিয়ে আসছে দেশটি। এবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এরদোয়ানের হুমকির পর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী কাৎজ ইসরাইলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। শুক্রবার (২২ মার্চ) এক্সে তুর্কি দূতকে তলব করা নিয়ে পোস্ট দেন কাৎজ। ওই পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর এরদোয়ানের আক্রমণ ও আল্লাহর কাছে তাকে (নেতানিয়াহুকে) পাঠানোর হুমকির পর আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ইসরাইলে তুর্কি উপরাষ্ট্রদূতকে কঠোরভাবে তিরস্কার করতে ও এরদোয়ানকে স্পষ্ট বার্তা পাঠাতে তলবের নির্দেশনা দিয়েছি।’
ইহুদি ন্যাশনাল সিন্ডিকেট জানিয়েছে, গত বৃহস্পতিবার (২১ মার্চ) এক নির্বাচনী সমাবেশের পর নেতানিয়াহুকে ওই হুমকি দেন এরদোয়ান। অবরুদ্ধ অঞ্চলটিতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে জাতিসংঘে প্রস্তাব পাসের মাঝেও উপত্যকাজুড়ে অব্যাহত ছিল দখলদারদের তাণ্ডব। এএন/ |