
| 	
        
			
							
			
			  বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের সময় বেড়েছে  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ সেপ্টেম্বর, ২০২৩,  ১১:১৯ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নুর আলম, বিশেষ প্রতিবেদক বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের সময় বাড়লো। নিবন্ধনের শেষ দিন ১৯ রবিউল আওয়াল (৫ অক্টোবর)। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ফেরিফাইড পেজে প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ তারিখ ১৯ রবিউল আওয়াল। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভূক্ত সকল মাদরাসার মুহতামিমগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১ম সাময়িক পরীক্ষা পরবর্তী ছুটি, দেশব্যাপী নানা ধরনের অসুস্থতা, জ্বর প্রভৃতি বাস্তব কারণে অনেক মাদরাসা নিবন্ধনের কাজ যথাসময়ে সম্পন্ন করতে পারেনি। তাদের চাহিদার প্রেক্ষিতে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন কার্যক্রম (বর্ধিত ফি সহ) আগামী ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হুআ/  |